সৌদীতে ৩০০ হজ্জ্ব যাএীকে গ্রেফতার | হজ্জ ২০২২ আপডেট বাংলাদেশ | hajj 2022 news update today | latest hajj news bd
আসসালামু আলাইকুম, এ বছর হজ্জে অনুমতি ছাড়া আসায় ৩০০ জন হজ যাএীকে গ্রেফতার করেছে।আরো পড়ুন নিচে।
![]() |
হজ্জের খবর ২০২২ |
🔴অনুমোদন না নিয়ে হজ পালনের চেষ্টা করায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার ও জরিমানা করেছে সৌদি সরকার। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। চলতি বছর দেশি-বিদেশি ১০ লাখ মানুষকে হজের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
hajj bd
🔴হজ নিরাপত্তার প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি বলেন, ২৮৮ জন নাগরিক ও বাসিন্দাকে হজের নিয়ম লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার রিয়াল জরিমানাও করা হয়।
hajj 2022 price
আমাদের ইউটিউব চ্যানেলে এই নিয়ে খবর আছে গিয়ে দেখতে পারেন।
এছাড়া বুধবার (২৯ জুন) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা যথাযথভাবে সরকারের অনুমোদন না নিয়ে হজ পালন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Post a Comment