FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
0 items
No products have been added yet...
Our Products

স্থগিত এসএসসি পরীক্ষা ২০২২ - এসএসসি ২০২২ - ssc exam news 2022

স্থগিত এসএসসি পরীক্ষা ২০২২ - এসএসসি ২০২২ - ssc exam news 2022



আস্সালামু আলাইকুম, এবছরের এসএসসি আপাতত স্থগিত করলো শিক্ষাবোর্ড, নিচে পড়ুন

শুক্রবার (১৭ জুন) ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।


সংবাদ মাধ্যমে পাঠানে তথ্যে জানানো হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী  ১৯ জুন অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Android

Your ads here

জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় ১ লাখ ১৬ হাজার ৪৭৩ এসএসসি পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে বন্যাকবলিত জেলা সিলেটে রয়েছেন ৪৩ হাজার ৮৪৪ জন ও সুনামগঞ্জে রয়েছেন ২৩ হাজার ৭৫২ জন। ৪ জেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে ১৪৯টি। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ৯২টি।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে প্রায় সোয়া দুই লাখ পরীক্ষার্থী কমেছে।

প্রসঙ্গত, এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হলেও এখন বন্যার কারণে সব পরীক্ষাই স্থগিত হয়ে গেল।

।পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন। 

এসএসসি ২০২২

এসএসসি পরীক্ষার খবর ২০২২

এসএসসি পরীক্ষা স্থগিত ২০২২

ssc exam update 2022

Ajker khobor

Ssc exam stoped 2022

assistant networkbd

Your Ads Here

Post a Comment

73745675015091643

Menu