FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=

Advertisement

Contact Us

Search This Blog

About Us

We are share news and islamic gajal lyrics

items

আজকের আবহাওয়ার খবর ১৭ই জুন ২০২২ | প্রতিদিনের আবহাওয়ার খবর | 16th june weather update

আজকের আবহাওয়ার খবর ১৭ই জুন ২০২২ | প্রতিদিনের আবহাওয়ার খবর | 16th june weather update

আস্সালামু আলাইকুম জেনে নিন আজকের আবহাওয়ার খবরটি। আবহাওয়ার খবর ১৭ই জুন বৃহস্পতিবার । নিচে দেখুন।

১৭ই মে আবহাওয়ার খবর আজকের


আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছেঃ-

পূর্বাভাসঃ রংপুর , ময়মনসিংহ , চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী , ঢাকা , খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি / বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে রংপুর , ময়মনসিংহ , চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ।

সিনপটিক অবস্থাঃ লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে । মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে ।

ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ / দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় ( ১০-১৫ ) কিঃ মিঃ , যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় ( ৩০- ৪০ ) কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ।

 আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮১ % আগামীকাল ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা ৪৮ মিনিট । আগামীকাল ঢাকায় সূর্যোদয় : ভোর ০৫ টা ১১ মিনিটে ।

আপনাদের এই পর্যন্ত পড়ার জন্য অনেক ধন্যবাদ।পরবর্তী খবর পেতে প্রতিদিন আমাদের সাথেই থাকুন এবং এই Assistant networkbd ব্লগ ওয়েব সাইটে ভিজিট করুন । আপনারা চাইলে আমাদের ইউটিউবেও ভিজিট করতে পারেন।

আজকের আবহাওয়ার খবর

আবহাওয়ার খবর আজকের

weather news today

Ajker abhawa khobor


0/Post a Comment/Comments

73745675015091643

Android

Your ads here

Menu

Your Ads Here