দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস | আজকের আবহাওয়ার পূর্বাভাস | আবহাওয়ার খবর | Weather news today | Assistant networkbd
দেশের ৮টি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ (১৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Assistant networkbd
এদিকে, সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচদিন টানা দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়ার খবর জানতে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করবেন অথবা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
Post a Comment