৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট, ভবিষ্যতে ২০ এমবিপিএসের আশ্বাস | প্রযক্তি নিউজ | আজকের খবর | Today news bangla
ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা।
আজ (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই ঘোষণা দেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। অনুষ্ঠানটির আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।
Assistant networkbd
ইমদাদুল হক বলেন, বর্তমান যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এমন বাস্তবতায় দেশের ডিজিটাল অগ্রগতিকে এগিয়ে নিতে ব্রডব্যান্ড সংযোগের সর্বনিম্ন গতি হওয়া উচিত ২০ এমবিপিএস।
তিনি আরও বলেন, 'আজ থেকেই গ্রাহকরা আগের ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস গতি উপভোগ করবেন, মাসিক মাত্র ৫০০ টাকায়।'
Ismail bangla education
ইমদাদুল হক আশ্বস্ত করে বলেন, 'যদি সরকার নীতিগত কিছু সহায়তা দেয়, তাহলে খুব শিগগিরই ৫০০ টাকাতেই ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা প্রদান সম্ভব হবে।'
আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ উল বারী।
বক্তারা জানান, সারাদেশে সুলভ মূল্যে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করা হলে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি আরও মজবুত হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার পথও প্রশস্ত হবে।
Post a Comment