অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন ভাবে খেলতে চায় বাংলাদেশ | ফুটবল খেলা | ajker khela football 2023
আশা করি সকলেই ভালো আছেন
![]() |
Bangladesh football news |
প্রথম রাউন্ডে দুই লেগ মিলিয়ে গত মাসে মালদ্বীপকে ৩-২ ব্যবধানে হারিয়ে এশিয়া অঞ্চল থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে বাংলাদেশ। এ রাউন্ডে ৯ গ্রুপে খেলবে ৩৬ দল। বাংলাদেশ খেলবে গ্রুপ ‘আই’তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। প্রতি দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে মিলিয়ে ২টি করে মোট ৬ ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এ মিশনে জামালদের প্রথম ম্যাচ আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে।
২০০৬ সাল থেকে ফিফা বিশ্বকাপে নিয়মিত খেলছে অস্ট্রেলিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশের তুলনায় ১৫৬ ধাপ এগিয়ে। বাংলাদেশ যেখানে ১৮৩তম স্থানে, সেখানে তাদের অবস্থান ২৭তম। গত কাতার বিশ্বকাপে ডেনমার্ক ও তিউনিশিয়াকে হারিয়ে গ্রুপ ‘ডি’ থেকে শেষ ষোলোতে পা রেখেছিল তারা। সেখানে আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হেরে ছিটকে গেলেও লড়াই করেছিল তারা।
এমন একটি দলের বিপক্ষে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা বাংলাদেশ শক্তিমত্তায় কতটা পিছিয়ে সেটা বোঝার বাকি নেই। সেটা মানছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাও। তবে অজিরা যতই শক্তিশালী হোক লড়াই করেই খেলবে শিষ্যরা, এমন বিশ্বাস কোচের।
অস্ট্রেলিয়ার পথে পাড়ি দেয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে কাবরেরা বলেন, ‘অস্ট্রেলিয়া অনেক কঠিন দল। এটা নিশ্চিত, ম্যাচে তারা আমাদের ওপর আধিপত্য বিস্তার করেই খেলবে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, কোনোভাবেই যেন লড়াকু মনোভাবে কোনো ঘাটতি না দেখা দেয়। খেলোয়াড়দের নিজেদের করণীয়টা ঠিকমতো করতে হবে। নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে হবে।’
মালদ্বীপের বিপক্ষে জয় আর আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে মোকাবিলা করতে চান জামালরা।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে আমাদের নিজেদের পারফরম্যান্সটাই জরুরি। সেটিই ধরে রাখতে হবে। সম্প্রতি আমরা ভালো খেলেছি। মালদ্বীপকে হারিয়েছি, আফগানিস্তানের সঙ্গেও ভালো করেছি। মেলবোর্নে গিয়ে আমরা যেন বেশি উচ্ছ্বসিত না হই। নিজেদের লড়াকু প্রমাণ করতে পারি। আমি চাই এটিই।’
Post a Comment