সীতাকুণ্ডে আগুনে নিহতদের ১০ লাখ করে দেবে ডিপো কম্পানি | Sitakunda news today
![]() |
Sitakunda news today |
sitakunda news
জেনে নিন আজকের সীতাকুণ্ডের খবরচট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় আহতদের পরিবারের ‘সম্পূর্ণ দায়িত্ব’ নেয়ার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ।
রোববার (৫ জুন) স্মার্ট গ্রুপের মহাব্যবস্থাপক মেজর (অবসরপ্রাপ্ত) শামছুল হায়দার চৌধুরী যমুনা টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন। বিএম কনটেইনার ডিপো স্মার্ট গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান।
শামছুল হায়দার চৌধুরী বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন, তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছি। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে। এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে স্মার্ট গ্রুপ দশ লাখ টাকা দেবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, এই অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। এছাড়া এ দুর্ঘটনায় যারা অঙ্গ হারিয়েছেন তাদের ৬ লাখ এবং আহতদের ৪ লাখ টাকা করে দেওয়া হবে।
এছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মুমূর্ষু ১৪ জনকে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। তাদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এই ২২ জনের মধ্যে ৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Post a Comment